The news is by your side.

গোটাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

0 1,009

 

 

 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন গোটাবায়া রাজাপাকসে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসের ছোট ভাই গোটাবায়া রাজাপাকসে তামিল বিদ্রোহ দমনকালে দেশটির প্রতিরক্ষা সচিব ছিলেন

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল গোটাবায়া রাজাপাকসে ৫৩-৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে বলে জানান তার মুখপাত্র।

রাজাপাকসের মুখপাত্র বলেন, আমরাই জয়ী হয়েছি। আমরা অনেক খুশি যে গোটাবায়া পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। তিনি আগামীকাল বা তার পরেরদিন শপথ নেবেন।

প্রায় ৬০ লাখ ভোট গণনা শেষে রাজাপাকশে পেয়েছেন ৪৯.৬ শতাংশ অন্যদিকে তার প্রধান প্রতিপক্ষ আবাসন মন্ত্রী সজিথ প্রেমাদাসা (৫২) পেয়েছেন ৪৪.৪ শতাংশ।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহিন্দা দেশপ্রিয় বলেছেন, বিচ্ছিন্ন সহিংস ঘটনায় অনেক লোক আহত হওয়া সত্ত্বেও শনিবারের ভোটে ১ কোটি ৫৯ লাখ ৯০ হাজার ভোটারের মধ্যে ৮০ শতাংশ ভোট পড়েছে।

রাজাপাকসে দ্বীপ দেশটির সিংহলি এলাকায় সংখ্যাগরিষ্টতা পেয়েছেন, অপরদিকে সাবেক নিহত প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার পুত্র লিবারেল ইউনাইটেড ন্যাশনাল পার্টিও (ইউএনপি) নেতা সজিথ প্রেমাদাসা দেশটির উত্তর ও পূর্বাঞ্চলীয় সংখ্যালঘু তামিল এলাকায় ভোটে জোড়ালো সমর্থন পেয়েছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Office Table 2p        10000+6000   =16000

Computer Table 2p      4000+4000   =8000

Office chair 2p         5000+5000   =10000

Studio chair 2p         4500+4500   =9000

Round center table 1p               =6000

Common chair 6p        2000*6    =12000

sofa 3 seated 1p                  =15000

wall fan 4p             3500*4   =14000

Computer with printer 2p   50000*2 =100000

Total …………………………………….. 1,90,000 BDT

 

Monthly cost

Room rent

Staff salary

IT bill

Telephone Internet

Reporter Salary

Leave A Reply

Your email address will not be published.