আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, ‘আমরা অনেক নির্বাচন করেছি। নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা আছে, প্রশিক্ষণ আছে। তাই সিটি নির্বাচন নিয়ে আমরা কোনো চ্যালেঞ্জ দেখছি না।’
শুক্রবার হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘নির্বাচনের সময় নির্বাচন কমিশন যে দায়িত্ব প্রদান করে পুলিশ তা পালন করবে। আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছি।’
আইজিপি দক্ষিণ সুরমার মোগলাবাজার পারাইরচক এলাকায় পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত নতুন স্থান পরিদর্শন করেন। শনিবার সকালে তিনি সিলেট জেলা পুলিশ লাইন্সে পুলিশ অফিসারদের সঙ্গে মতবিনিময় ও পরে নির্মাণাধীন ৭ এপিবিএন ও আরআরএফ ভবন পরিদর্শন করবেন।
বৃহস্পতিবার রাতে সিলেট পৌঁছলে আইজিপি ও তার স্ত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এসএমপি কমিশনার ইলিয়াছ শরীফ ও রেঞ্জ ডিআইজি মিজান শাফিউর রহমান। পরে এসএমপি অফিসার্স মেসে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে স্বাগত জানান বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও জেলা প্রশাসক মজিব‘জ্বিন’ সিনেমা পাইরেসির অভিযোগ, জাজের জিডি