আইপিএলে সময়টা ভালো খারাপ মিলিয়েই যাচ্ছে বিরাট কোহলির। শুরুটা দুর্দান্ত হলেও মাঝের দুই ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে।
বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজে ফিফটি পেলেও হেরে গেছে তার দল। তবে হেরে যাওয়া ম্যাচেই নতুন এক রেকর্ডও গড়ে ফেলেছে কোহলি। রেকর্ড গড়ার পথে কোহলি আবার পেছনে ফেলেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে।
আইপিএলের সেই শুরুর মৌসুম থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলছেন কোহলি। এই কারণেই ব্যাঙ্গালুরুর মাঠেই সবচেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগও পেয়েছেন কোহলি। কলকাতার বিপক্ষে ফিফটি হাঁকিয়ে মুশফিককে পেছনে ফেলে এক মাঠে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটা নিজের করে নিয়েছেন কোহলি।
টি-টোয়েন্টিতে বেঙ্গালুরুর মাঠে ৩ হাজার ১৫ রান করেছেন কোহলি, যা টি-টোয়েন্টি ক্রিকেটে এক মাঠে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকের করা ২ হাজার ৯৮৯ রান ছিলো টি-টোয়েন্টিতে কোন ক্রিকেটারের এক মাঠে সর্বোচ্চ রান।