The news is by your side.

১১ নির্মাতার  ছবি ‘ইতি তোমারই ঢাকা’

0 675

 

অ্যান্থলজি বা অমনিবাস চলচ্চিত্রের ধারণা বিশ্ব চলচ্চিত্রে সচরাচর ব্যাপার হলেও আমাদের দেশে বিরল। একই বিষয়ের ওপর বেশ কয়েকটি ছোট ছোট গল্পের সমন্বয়ে বানানো একটা সিনেমাকে বলা হয় অমনিবাস। সে হিসেবে বাংলাদেশের প্রথম অমনিবাস সিনেমা হলো ‘ইতি তোমারই ঢাকা’। ১১টি ছোট গল্পের সমন্বয়ে ১১ জন নির্মাতা মিলে তৈরি করেছেন ছবিটি। তারা হলেন- গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সালেহ সোবহান অনীম, সৈয়দ আহমেদ শাওকী, তামিন নূর ও তানভীর আহসান।

এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের খ্যাতনামা ৫৪ জন অভিনয়শিল্পী। নানা বৈচিত্র্যময় চরিত্র নিয়ে হাজির হয়েছেন তারা।

‘ইতি তোমারই ঢাকা’ ছবির প্রতিটি গল্পের ব্যাপ্তি ১০ থেকে ১২ মিনিট। ছবিটির নির্বাহী প্রযোজক ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খান। ক্রিয়েটিভ প্রযোজক আবু শাহেদ ইমন। ছবিটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ১৬ মিনিট। আবু শাহেদ ইমন বলেন, ‘এরই মধ্যে ছবিটি বিশ্বের ২৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

এ ছাড়া রাশিয়ার কাজান আর ভারতের জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কারও পেয়েছে। আশা করছি, ছবিটি এ দেশের দর্শকদের কাছেও ভালো লাগবে।’ গত বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রাক-প্রদর্শনী হয়, সেখানে ছবিটির ভূয়সী প্রশংসা করেন চলচ্চিত্র বোদ্ধারা। এই ছবির মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে নতুন ধারার উন্মেষ ঘটবে বলে মনে করছেন অনেকে।

Leave A Reply

Your email address will not be published.