The news is by your side.

কক্সবাজারে ডুবন্ত ট্রলারে মিলছে একের পর লাশ

0 110

কক্সবাজারে ডুবন্ত ট্রলারের কোল্ডস্টোর (মাছ রাখার বিশেষ স্থান) থেকে মিলছে একের পর এক অর্ধগলিত মরদেহ। বঙ্গোপসাগরে ডুবে থাকা নামহীন ট্রলারটি কক্সবাজারের নাজিরারটেক উপকূলে নিয়ে আসার পর কাল্ডস্টোর চেক করতে গিয়ে মরদেহ পায় স্থানীয়রা।

রোববার বিকেল তিনটা পর্যন্ত ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, সাগরে ভাসমান একটি ট্রলার দেখে অপর একটি ট্রলার শনিবার ভোরেই নাজিরারটেক মোহনার তীরে নিয়ে আসে। ভাটা হওয়ার পর সন্ধ্যায় কোল্ডস্টোর চেক করতে গিয়ে মানুষের পা দেখতে পাওয়া যায়। তখনই পুলিশকে খবর দেওয়া হয়। রাতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার শুরু হয়। বিকেল তিনটা পর্যন্ত ১০ জনের মরদের বের করা সম্ভব হয়। অর্ধগলিত হওয়ায় কাউকে ভালোমতো চেনা যাচ্ছে না। আরও মরদেহ রয়েছে কিনা তা নিশ্চিত হতে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

কক্সবাজার দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ মোনায়েম বিল্লাহ জানান, বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ট্রলারটির কোল্ডস্টোর থেকে ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও আছে কিনা তা খতিয়ে দেখতে উদ্ধার ততপরতা চলমান রয়েছে।

 

 

Leave A Reply

Your email address will not be published.