ইদ রিলিজ কিসি কা ভাই কিসি কা জান-এর প্রথম দিনের আয় ভাবিয়ে তুলেছিল ভাইজানের ভক্তদের।
শুক্রবার এই ছবির বক্সঅফিস কালেকশন ছিল মাত্র ১৫.৮১ কোটি। যা ভাইজানের ছবির হিসেবে খুবই কম। এদিকে হল ফেরত সলমন ভক্তরা বেশ উচ্ছ্বাসই প্রকাশ করেছেন। ছবির IMBD রেটিং ৭। প্রশ্ন উঠছিল, তাহলেও কেন লোক আসছে না হলে?
দ্বিতীয় দিনই বুঝিয়ে দিল এত সহজে থামানো যায় না সলমন খানকে। অবশেষেইদি পেয়ে গিয়েছে সলমন খান আর পূজা হেগড়ের ছবি। ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শের টুইট অনুসারে, কিসি কা ভাই কিসি কি জান ২য় দিনের আয় একলাফে বাড়ল অনেকটা। ভারতীয় বাজার থেকে ঘরে তুলেছে ২৫.৭৫ কোটি। আর শুক্র আর শনি মিলিয়ে মোট আয় দাঁড়াল ৪১.৫৬ কোটি।
তরণ আদর্শ টাঁর টুইটে লেখেন, ‘#SalmanKhan- এর সুপারস্টারডম কাজ করছে। কারণ #KisiKaBhaiKisiKiJaan 2 য় দিন [ #Eid ] অসাধারণ বৃদ্ধির সাক্ষী হয়েছে… বিজ বোর্ডে আয় বেড়েছে… #SalmanKhan + #Eid = ????????????… শুক্র ১৫.৮১ কোটি, শনি ২৫.৭৫ কোটি। মোট: ৪১.৫৬ কোটি। #ভারত বিজ।
প্রথম দিনে মেট্রোতে সিটিগুলিতে ব্যবসা উদ্বেগজনক ছিল, কিন্তু দ্বিতীয় দিনের লাফ অবশ্যই সিনেমার বিনিয়োগকারীদের জন্য একটি বড় শান্তি নিয়ে এসেছে… যাই হোক,আয় হয়েছে সেই মাস বেল্ট থেকে, যার অর্থ সামনের দিনে এই সেক্টর থেকে ছবি খুব ভালো ইনিংস খেলবে।’
সলমন খানের ইদ রিলিজের মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল ভারত ৪১ কোটি। আর সবচেয়ে কম আয় হয়েছিল ইদে প্রথমদিনে ওয়ান্টেড সিনেমা দিয়ে, ৫.১০ কোটি। ২০১৯ সালের ভারত-এর পর ইদে আর সিনেমা আসেনি তিন বছর ভাইজানের। ২০২৩-এর এল ভাইজান। আর তাই এই সিনেমা নিয়ে উত্তেজান ছিল সবচেয়ে বেশি।