The news is by your side.

আইএফএফএইচএস’র সেরার তিন পুরস্কার জিতলেন মেসি

0 110

 

রেকর্ড আর প্রাপ্তির খাতায় নতুন অধ্যায় যুক্ত করেই চলেছেন লিওনেল মেসি। এবার একাই   জিতে নিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তিনটি পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের নায়ক।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল মহাতারকার হাতে তিনটি পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর শুক্রবার নিজেদের ওয়েবসাইটে পুরষ্কার দেওয়ার বিষয়টি জানিয়েছে আইএফএফএইচএস।

২০২২ সালে দারুণ ফর্মের কারণে সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতা- এই তিন ক্যাটাগরিতে পদক জিতেছেন মেসি।

এখন পর্যন্ত মেসিই সবচেয়ে বেশি আইএফএফএইচএসের পুরস্কার জিতেছেন। ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ১৩টি আইএফএফএইচএস অ্যাওয়ার্ড জিতেছেন এই বিশ্বজয়ী ফুটবলার।

Leave A Reply

Your email address will not be published.