The news is by your side.

টরন্টো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণভর্তি কনটেইনার চুরি

0 110

কানাডার টরন্টো আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। দেড় লাখ ডলারেরও বেশি মূল্যের স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্রসহ কন্টেইনার চুরি হয়েছে। বিমানবন্দরটি দেশটির অন্টারিও প্রদেশের খনি থেকে স্বর্ণ পরিবহনের জন্য ব্যবহৃত হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় বিমানে করে পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কন্টেইনার বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে পৌঁছানোর পরে কন্টেইনারটি কার্গো হোল্ডে নিয়ে যাওয়া হয়। কন্টেইনারে স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্র ছিল। পুলিশের ধারণা, সেখান থেকে এটি চুরি হয়েছে।

কানাডার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় চুরির ঘটনা।

অন্টারিও পিলের আঞ্চলিক পুলিশ পরিদর্শক স্টিফেন ডুভেস্টিয়েন স্বর্ণ চুরির ঘটনাকে বিরল বলে বর্ণনা করেছেন এবং জানিয়েছেন, সম্ভাব্য সমস্ত উপায় তদন্ত করা হচ্ছে।

সেখানে তিনি জানান, প্রায় পাঁচ বর্গফুট আয়তনের কন্টেইনারটি এখনও নিখোঁজ রয়েছে। বিমানে বহন করা ওই কন্টেইনারে প্রচুর সোনা ছিল। স্বর্ণ ছাড়াও কন্টেইনারে অনেক মূল্যবান জিনিসপত্র ছিল।

স্টিফেন ডুভেস্টিয়েন আরও বলেন, ‘আমাদের বর্তমান মিশন এই চুরির একটি চিহ্ন খুঁজে বের করা। আমরা এর সমাধান করতে চাই। এই মুহূর্তে আমি আপনাকে আর বিস্তারিত বলতে পারব না। তবে বিমানবন্দরের যাত্রীদের জন্য কোনো হুমকি নেই। এতে জননিরাপত্তা বিঘ্নিত হবে বলে আমরা মনে করি না।’

Leave A Reply

Your email address will not be published.