The news is by your side.

বিটিভিতে সোলস ফিচারিং ঢাকা কয়্যার

0 114

এবারের ঈদ আয়োজনে ভিন্ন ধর্মী পরিবেশনা নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় ব্যান্ডদল সোলস। সঙ্গে থাকছে ঢাকা কয়্যার।

বাংলাদেশ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান বাংলা স্টুডিওতে ‘মন ছুঁয়েছে মন’ গানটি নতুনভাবে গেয়েছেন সোলস ও ঢাকা কয়্যার।

সোলস ব্যান্ডের গায়ক ও সঙ্গীত পরিচালক পার্থ বড়ুয়া বলেন, ঈদে সোলস ও ঢাকা কয়্যারের এই আয়োজনটি দর্শকের কাছে দারুন উপভোগ্য  হবে। আমরা খুব আনন্দ নিয়ে কাজটি শেষ করেছি। আগামীতেও নতুন নতুন পরিবেশনা নিয়ে দর্শকদের উপহার দিতে পারবো।’

গানটি নতুন করে সঙ্গীতায়োজন করেছেন আশরাফ বাবু। আনজীর লিটনের গ্রন্থনা ও পরিকল্পনায় বাংলা স্টুডিও অনুষ্ঠানটি  উপস্থাপনা করেছেন বালাম। অনুষ্ঠানে আরও সঙ্গীত পরিবেশনা করেছেন ফেরদৌস ওয়াহিদ,  কুদ্দুছ বয়াতী, সাব্বির জামানসহ অনেকে।

সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিন বিটিভিতে রাত ১০টা ইংরেজি সংবাদের পর প্রচার হবে।

Leave A Reply

Your email address will not be published.