The news is by your side.

হাসপাতালের থেকে গোয়ার সমুদ্রে গোলাপি বিকিনিতে জলকেলিতে ব্যস্ত মধুমিতা

0 131

হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। অসুস্থ নায়িকাকে দেখে সবাই তাড়াতাড়ি সেরে ওঠার শুভকামনাও জানিয়েছিলেন। কিন্তু ক’দিন কাটতে না কাটতে ফের ইনস্টাগ্রামে গোলাপি বিকিনিতে মধুমিতাকে দেখে অবাক তাঁর অনুরাগীরা। বেশি কিছু ছবি পোস্ট করেন নায়িকা। গোয়ার সমুদ্রে গোলাপি বিকিনিতে জলকেলিতে ব্যস্ত অভিনেত্রী।

সমুদ্রেস্রোতে ভেসে চলেছেন নায়িকা। জল এসে ধাক্কা দিচ্ছে তাঁর শরীরের প্রতিটি খাঁজে। সমুদ্রের সঙ্গে খেলতে খেলতে সব যেন ভুলতে বসেছেন নায়িকা। ছবির সঙ্গে ভিডিয়োও পোস্ট করেছেন তিনি। এই ছবিতেও নেতিবাচক মন্তব্যের ভিড়। কেউ লিখেছেন , “হাসপাতালের বিছানা থেকে সোজা গোয়ার সমুদ্রতট দেখে ভাল লাগছে।” এক জনের মন্তব্য, “এই তো হাসপাতালে ছিলে।” যদিও কোনও উত্তর দেননি মধুমিতা।

তবে কয়েক দিন আগে হাসপাতালের বিছানায় শোয়া নায়িকার ছবি দেখে ঘাবড়ে গিয়েছিলেন তাঁর ভক্তরা। যে ছবি পোস্ট করে মধুমিতা লেখেন, “মারাত্মক একটা কিছু হয়েছিল। কিন্তু ভাল ভাবে সেরে উঠেছি। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ।”

তিনি বলেন, “কয়েক দিন ধরে পেটে তীব্র যন্ত্রণা অনুভব করি। শুটিং চলছিল। তার পর ডাক্তার দেখানোর পর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে।”

সম্প্রতি হয়েছে অপারেশন। মধুমিতা বললেন, ‘‘রক্তে সংক্রমণ বেড়ে গিয়েছিল। কিন্তু অপারেশন হয়ে গিয়েছে। ঈশ্বরের আশীর্বাদে এখন ভাল আছি।’’

 

 

 

Leave A Reply

Your email address will not be published.