The news is by your side.

ঈদে ‘আগুন’ র্যাম্প মডেল জ্বালাবেন লিন্ডা!

0 127

ঢাকার মঞ্চে র‌্যাম্প মডেল হিসেবে এরই মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন লিন্ডা লিউ। গত এক দশকে ক্যাটওয়াক, স্টিল ফটোশুটে তাকে বেশি দেখা গেলেও বর্তমানে এই মডেল কাজ করছেন গানচিত্রেও।

আসন্ন ঈদে প্রকাশ হচ্ছে তার অভিনীত নতুন গানচিত্র। যেটার শিরোনাম ‘আগুন’। আরটিভি মিউজিকের ঈদ আয়োজনের অংশ হিসেবে এটি প্রকাশ হচ্ছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন নাজিয়া রহমান। প্রসেনজিৎ ওঝার কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন শোভন রায়।

‘আগুন’ নিয়ে লিন্ডা বলেন, ‘গানটির আয়োজন এবং নির্মাণ এমনভাবে করা হয়েছে যা বাংলাদেশের মিউজিক ভিডিওতে সচারচর দেখা যায় না। আসাদ খানের কোরিওগ্রাফিতে আমাকে দর্শক নতুন করে আবিষ্কার করতে পারবে বলে আমার বিশ্বাস। ভিন্ন ধাঁচের নাচনির্ভর এই গান দর্শকের ঈদ আনন্দ আরও বাড়িয়ে দেবে।’

গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন উজ্জল রহমান। ঈদের পরদিন আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে এটি।

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.