কাস্টিং নিয়ে কথা বলা জরুরি কারণ কোনও ক্যাম্প কাস্টিং করার ক্ষেত্রে রাজ করবে বা এক তরফা অভিনেতা অভিনেত্রী নিয়ে যাবে, সেটা কাম্য নয় বলেই মনে করেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার এই বক্তব্য কোথাও গিয়ে ফের উসকে দিয়েছে স্বজনপোষণ বিতর্ক এবং অনেকেই মনে করছেন তাঁর এই বক্তব্য আসলে নাম না করেই করণ জোহরের প্রতি কটাক্ষ।
সিটাডেলের প্রচারে একের পর এক সাক্ষাৎকারে এক একটা বোমা ফাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড ও তার অন্দরের এমন কিছু কথা তিনি তুলে ধরছেন যা আগে কখনও তাঁর মুখে শোনা যায়নি।
কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন যে কীভাবে বলিউডে তাঁকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল।
সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। এবার বলিউডে ছবির কাস্টিং নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রিয়াঙ্কা এক সাক্ষাৎকারে বলেন যে, বলিউডের কাস্টিং নিয়ে চিন্তাভাবনা করা উচিত। মেধা, অভিনয় যোগ্যতা অনুযায়ী কাস্টিং করা উচিত, নাটক আর রাজনীতি করে নয়।