The news is by your side.

বাংলাদেশের হলে শাহরুখ খানের  ‘পাঠান’ মুক্তি আগামী ৫ মে

0 198

পাঠান সিনেমা দিয়ে  বিশ্ব বক্স অফিসে ঝড় তুলে ফিরেছেন বলিউড কিং খান শাহরুখ।

গত ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পায় ছবিটি। হলে হলে তুমূল দর্শকপ্রিয়তার পর গত ২২ মার্চ ছবিটি মুক্তি পায়  ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে।

শাহরুখ খানের আলোচিত এই ‘পাঠান’ সিনেমা বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে আগামী ৫ মে। সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

এই তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনন্য মামুন জানিয়েছেন বলেন, ইতোমধ্যে ১৬ হলে সার্ভার বসানো হয়েছে। ঈদের পর ৪০ সিনেমা হল প্রস্তুত হয়ে যাবে আশা করছি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বছর ১০টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে। আগামী বছর দেশে ৮টি হিন্দি সিনেমা মুক্তি পাবে। এ বিষয়ে সম্প্রতি পাঁচ শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করছে মন্ত্রণালয়।

Leave A Reply

Your email address will not be published.