The news is by your side.

শুধু বলিউডে নিজেকে আবদ্ধ রাখতে চাই না:  জাহ্নবী কাপুর

0 127

বলিউডে ভেতরে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও সেভাবে নিজের অবস্থান তৈরি করতে পারেননি জাহ্নবী কাপুর।

চেষ্টা আর পরিশ্রমের কোনো কমতি রাখছেন না তিনি। সেই ধারাবাহিকতায় এরইমধ্যে যাত্রা শুরু করেছেন দক্ষিণী সিনেমায়।

পরিচালক কোরাতালা শিবার ‘এনটিআর ৩০’ সিনেমায় অভিনেতা এনটিআর জুনিয়ের সঙ্গে কাজ করছেন জাহ্নবী। বর্তমানে সিনেমাটির কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। এমনকি নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লুকও ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

প্রথম দক্ষিণী সিনেমা মুক্তি পাওয়ার আগেই দ্বিতীয় সিনেমার খবরে শিরোনাম হলেন তিনি। এবার রাম চরণের সঙ্গে অভিনয়ের কথা চলছে! দক্ষিণী পরিচালক বুচি বাবুর পরের সিনেমায় অভিনয় করতে চলেছেন ‘আরআরআর’ খ্যাত তারকা রাম চরণ।

দক্ষিণী সিনেমায় অবস্থা পোক্ত করতে চেয়ে এই অভিনেত্রী বলেন, আমি আগে একাধিকবার বলেছি, শুধু বলিউডে নিজেকে আবদ্ধ রাখতে চাই না। যেখানে নিজেকে প্রমাণের সুযোগ পাবো সেখানেই কাজ করতে চাই। তাছাড়া শুধু এনটিআর জুনিয়র নন, রাম চরণ, অল্লু অর্জুন, মহেশ বাবুর মতো তারকাদের সঙ্গে কাজ করার ইচ্ছে শুরু থেকেই আমার আছে।

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য নির্মাতা-শিল্পীদের সঙ্গে যোগাযোগও লক্ষণীয়। তবে সুযোগ পেলেও নিজেকে কতটা মেলে ধরতে পারেন এই অভিনেত্রী সেটা সময়ই বলে দেবে।

 

 

Leave A Reply

Your email address will not be published.