The news is by your side.

মেক্সিকোতে ওয়াটার পার্কে বন্দুকধারীদের গুলিতে শিশুসহ  নিহত ৭

0 140

 

মেক্সিকোর একটি ওয়াটার পার্কে বন্দকুধারীদের গুলিতে এক শিশুসহ সাতজন নিহত হয়েছে।

শনিবার দেশটির মধ্যাঞ্চলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়েছে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের কর্টাজার শহরের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনের মরদেহ পায়। এদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও সাত বছর বয়সী এক শিশু রয়েছে। এ ছাড়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বন্দুকধারীরা স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে লা পালমা সুইমিং রিসোর্টে ঢুকে একদল মানুষকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।

এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে স্থানীয় সংবাদ মাধ্যম ডিবেট নোটিসিয়াস। এতে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে বন্দুকধারীদের গুলিতে ভুক্তভোগীদের কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়েন এবং চেয়ারে থাকা কয়েকজন সেখানেই ঢলে পড়েন।

ভিডিওতে আতঙ্কিত লোকজনকে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটিও করতে দেখা যায়।

২০০৬ সালে মেক্সিকোর সরকার মাদককারবারিদের বিরুদ্ধে লড়তে সেনাবাহিনী মোতায়েনের পর এ পর্যন্ত দেশটিতে সাড়ে ৩ লাখ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতদের বেশিরভাগই অপধারী চক্রের সদস্য বলে দাবি নিরাপত্তা বাহিনীর।

Leave A Reply

Your email address will not be published.