The news is by your side.

নিউ সুপার মার্কেটে আগুন: আশপাশের সড়কে যান চলাচল বন্ধ

0 113

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় তার আশপাশের সকল সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নেভানোর কাজটি সুষ্ঠুভাবে করতে সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। পরে একে একে ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

ঢাকা মহানগর পুলিশ জানায়, মিরপুর সড়কের মানিক মিয়া এভিনিউ এবং পলাশী মোড় থেকেই গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ মিরপুর সড়ক হয়ে নিউ মার্কেটের দিকে যেতে দেওয়া হচ্ছে না। মোহাম্মদপুর থেকে আসা বাসগুলো ধানমণ্ডি ২৭ নম্বর দিয়ে ফার্মগেইটের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সিটি কলেজ দিয়ে এলিফ্যান্ট রোডের দিকে শুধু ছোট গাড়িগুলো যেতে দেওয়া হচ্ছে। তবে সায়েন্স ল্যাব মোড় থেকে নিউ মার্কেটের দিকে কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে আজিমপুর থেকে নীলক্ষেতের দিকেও ছোট গাড়ি ছাড়া কোনো বাস আসতে দেওয়া হচ্ছে না।

পুলিশ জানায়, আগুন নেভানোর কাজটি সুষ্ঠুভাবে করতে আশপাশের সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। নিউমার্কেট এলাকার সড়কে ফায়ার সার্ভিসের গাড়িগুলো অবস্থান নিয়ে আগুন নির্বাপণের কাজ করছে।

আগুনের ঘটনায় সড়ক বন্ধ থাকায় বিপদে পড়েছেন অফিসমুখী যাত্রীরা।

Leave A Reply

Your email address will not be published.