The news is by your side.

নববর্ষে সজীব ওয়াজেদ জয়ের শুভেচ্ছা

0 134

 

নিজস্ব প্রতিবেদক

নববর্ষে  জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র বিশিষ্ট আইসিটি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়।

নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে তিনি এ শুভেচ্ছা জানান।

#

পৃথিবীর সকল ভাষাভিত্তিক জাতির নিজস্ব সার্বজনীন উৎসব-পার্বণ রয়েছে।

চীনাদের ‘চীনা নববর্ষ’, ইরান থেকে মধ্য এশিয়া পর্যন্ত ‘নওরোজ’, ইংরেজি ভাষাভাষীদের ‘ইংরেজি নববর্ষ’, ঠিক তেমনই পহেলা বৈশাখ বাঙালিদের সার্বজনীন উৎসব।

নতুন বাংলা বছর বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি, দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভ নববর্ষ, ১৪৩০ ।।

#নববর্ষ #শুভনববর্ষ #বাংলাদেশ #পহেলাবৈশাখ#

Leave A Reply

Your email address will not be published.