The news is by your side.

সাকিব আল হাসান অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র  ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’

0 203

বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটের পর এবার নতুন চমক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার ভক্তদের চমক দেখালেন অভিনয়ের মাধ্যমে। ‘যে পারে সে সবই পারে’— এ কথাটিই যেন পুনরায় মনে করিয়ে দিলেন বাংলাদেশের এই গুণী ক্রিকেটার।

ক্রিকেটের বাইরে নানা কর্মে জড়িত থাকলেও মাঠের পারফরম্যান্সে দিনশেষে সাকিবই সবার সেরা। ক্রিকেটসহ এতকিছু কীভাবে সামলান— এমন প্রশ্নের জবাবে কিছু দিন আগে সাকিব বলেছিল, যে পারে সে সবই পারে। এমনটা যে তিনি শুধু শুধু এমনি বলেননি, সেটিই যেন প্রমাণ করে দেখালেন এই অলরাউন্ডার।

আজ মুক্তি পেতে যাচ্ছে সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছিলেন সাকিব। মূলত এটি একটি মোবাইল কোম্পানির জন্য তৈরিকৃত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

আয়ারল্যান্ড সিরিজ চলাকালে ম্যাচের ফাঁকে চট্টগ্রামের সিআরবিতে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং করেছিলেন সাকিব। সব কাজ শেষে এখন শুধু মুক্তির অপেক্ষায় সাকিব অভিনীত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র । সাকিব ছাড়াও এতে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদারসহ আরও বেশ কয়েকজন গুণী অভিনেতা।

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.