The news is by your side.

পিএসজির হয়েই চ্যাম্পিয়নস লিগ জিততে চান এমবাপ্পে

0 118

গত মৌসুমেই কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। রিয়ালও তাঁকে দলে নিতে মরিয়া ছিল। কিন্তু পিএসজি তাদের দলের সেরা ফুটবলারকে ছাড়বে কেন! তারাও এমবাপ্পেকে দলে রাখতে নিজেদের সর্বশক্তি নিয়োগ করেছিল। শেষ পর্যন্ত এমবাপ্পে রিয়ালে যাননি।

পিএসজি নাকি ফরাসি তারকাকে দলে রাখতে ‘ব্ল্যাঙ্ক চেক’ দিয়ে দিয়েছিল। টাকার অঙ্কটা এমবাপ্পেই বসিয়ে নিয়েছেন।

এমবাপ্পে এখন ধনুকভাঙা পণ করেছেন, চ্যাম্পিয়নস লিগ জিততে চান এবং সেটি পিএসজির হয়েই। ফরাসি ক্লাবের মতোই এমবাপ্পেরও যে ক্যারিয়ারের বড় অপ্রাপ্তি হয়ে আছে চ্যাম্পিয়নস লিগ।

বিশ্বের সেরা খেলোয়াড়দের প্রায় সবাইকে নিয়েই পিএসজি। আছেন নেইমার, মেসি ও এমবাপ্পে। কিন্তু দলগত শক্তির প্রতিফলন যে মাঠের ফলে নেই। ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠাটাই পিএসজির সেরা সাফল্য। অথচ পিএসজির এই এমবাপ্পেই গত ডিসেম্বরে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলেছেন।

ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স-৩’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগ নিয়েই নিজের আক্ষেপের কথা বলেছেন, ‘আমার পরের লক্ষ্য, অবশ্যই চ্যাম্পিয়নস লিগ জেতা।’

এর পরপরই বলেছেন চ্যাম্পিয়নস লিগ নিয়ে নিজের আক্ষপের কথা, ‘আমি এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, শেষ ষোলো…সব খেলেছি। আমি শুধু চ্যাম্পিয়নস লিগই জিততে পারনি। আমি এটাই চাই এখন। চ্যাম্পিয়নস লিগ।’

রিয়াল মাদ্রিদ সমর্থকেরা এমবাপ্পের কথার এই পর্যায়ের আনন্দিত হয়ে উঠতে পারেন। চ্যাম্পিয়নস লিগ জেতার জন্যই তো তাঁর রিয়ালে যোগ দেওয়া উচিত। হাজার হোক, এ প্রতিযোগিতার সবচেয়ে সফল দল যে তারাই।

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.