ভারতেরে পশ্চিমবঙ্গে তীব্র দাবদাহের কারণে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে।
সবদিক বিবেচনা করে স্কুলের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে এ সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা অধিদপ্তর।
রাজ্যটির স্কুলগুলোয় গরমের ছুটি ২৪ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দাবদাহ বেড়ে যাওয়ায় গরমের ছুটি শুরু হবে ২ মে থেকে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে গরমে স্কুল ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত রাজ্যের সব সরকারি স্কুলে কার্যকর হবে। বেসরকারি স্কুলগুলোকেও ছুটি এগিয়ে আনার জন্য অনুরোধ জানানোর কথা রয়েছে।
পশ্চিমবঙ্গে বর্তমানে যে দাবদাহ শুরু হয়েছে তা আরও কয়েক দিন বজায় থাকার শঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, তীব্র দাবদাহে পুড়েছে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গ। বর্ষবরণেও তাপপ্রবাহ থাকবে। শনিবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।