The news is by your side.

৪০ ডিগ্রি তাপমাত্রা ছুঁইছুঁই করছে রাজশাহীতে

0 111

৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁইছুঁই করছে রাজশাহীতে। বুধবার বিকেল ৩টায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ১৮ শতাংশ। শুষ্ক ও উত্তপ্ত আবহাওয়া বিরাজ করছে। এতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে।

ঘর থেকে বের হলেই তীব্র তাপদাহ অনুভূতি হচ্ছে। শুষ্ক আবহাওয়ার কারণে চোখ মুখ ঠোট শুকিয়ে যাচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দীন জানান, রাজশাহী অঞ্চলের উপর দিয়ে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও কয়েকদিন চলবে। বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত তাপদাহ চলবে।

সাধারণ খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছেন এই তাপদাহে। জীবিকার তাগিদে চরম কষ্টেও তারা কাজে বের হচ্ছেন। তবে গরমে লোকজনের উপস্থিতি কমে যাওয়ায় কর্মজীবী মানুষের দুর্ভোগ বাড়লেও কমেছে আয়।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.