The news is by your side.

কলকাতার তারকাদের ইফতার,  ঈদ প্রস্তুতি

0 190

ঈদ আয়োজনে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে। কলকাতাতেও চারিদিকে প্রস্তুতি চলছে।

সারাদিনের রোজা শেষে ইফতারের খাওয়া-দাওয়া করেন প্রত্যেকটি ইসলাম ধর্মাবলম্বীরা। ভারত বর্ষ বহু জাতি-ধর্মের দেশ। এখানে প্রতিটি ধর্মাবলম্বী মানুষরাই একে অপরের উৎসবে যোগদান দিয়ে থাকেন।

তারকাদের বাড়ির ঈদের অনুষ্ঠানে সংবাদের শিরোনামে উঠে আসবে সেটাই স্বাভাবিক।

রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমের বাড়িতে জমকালো ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল।

সেই পার্টিতেই যোগ দিয়েছিলেন, কলকাতার শোবিজের একাধিক অভিনেত্রী, সায়নী ঘোষ, অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় , অনন্যা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া পাণ্ডে সহ আরও অনেকে। এছাড়াও ছিলেন মালা রায়, সল্টলেকের মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

ছিমছাম পোশাকে দেখা মেলে অভিনেত্রী তথা তৃণমূলনেত্রী সায়নী ঘোষকে, এদিকে গোলাপি সালোয়ার কামিজে দেখা যায় পূজা বন্দ্যোপাধ্যায়কে। যিনি মুম্বাইয়ের বাসিন্দা হলেও এই মুহূর্তে কলকাতায় রয়েছেন, ‘ডান্স বাংলা ডান্স’-এর অন্যতম বিচারক আসনে রয়েছেন পূজা।

Leave A Reply

Your email address will not be published.