The news is by your side.

ইউক্রেনে ১৯ হাজার ৫৪৪ শিশুর খোঁজে অ্যাপ চালু

0 198

১৩ মাস ধরে চলছে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান। এ যুদ্ধে এখন পর্যন্ত তাদের ১৯ হাজার ৫৪৪ শিশু নিখোঁজ হয়েছে বলে দাবি কিয়েভের।

এদের মধ্যে মাত্র ৩২৮ শিশুকে খুঁজে পাওয়া গেলেও বাকিদের কোনো খবর নেই। খবর আরব নিউজের।

এমতাবস্থায় নিখোঁজ এসব শিশুকে ফিরে পেতে বৃহস্পতিবার থেকে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে ইউক্রেন।

তবে রাশিয়া ইউক্রেনীয় শিশুদের অপহরণের কথা বরাবরই অস্বীকার করে আসছে।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ফাইন্ট মাই প্যারেন্টের সঙ্গে যৌথভাবে ‘রিইউনিট ইউক্রেন’ নামে ওই অ্যাপটি তৈরি করেছে ইউক্রেন।

ইউক্রেনের পুলিশের উপপ্রধান ওলেকজান্ডার ফেতনেভিচ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

শিশু অপহরণ ও তাদের অধিকার খর্ব করার অভিযোগে গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি।

 

Leave A Reply

Your email address will not be published.