The news is by your side.

মেসিকে সাড়ে চার হাজার কোটি টাকা পারিশ্রমিকের প্রস্তাব!

0 119

পিএসজির সঙ্গে জুনে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। প্যারিসের ক্লাবটির সঙ্গে আর্জেন্টাইন তারকা নাকি চুক্তি নবায়ন করতে চান না। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে পেতে সরব ছিল বার্সেলোনা ও যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। তবে এবার নীরবতা ভেঙে চমক জাগিয়ে প্রকাশ্যে এসেছে সৌদি আরবের ক্লাবটি।

এই সুযোগে লিওকে দলে নিতে চোখ কপালে তোলার মতো প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল।  সাবেক বার্সেলোনা তারকাকে আল হিলাল মৌসুমে ৪০০ মিলিয়ন ইউরো বা ৪ হাজার ৬১৬ কোটি টাকা বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবার  ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো এক টুইট করে জানান, মেসিকে দলে ভেড়ানোর লক্ষ্যে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে আল-হিলাল। মেসিকে বছরে ৪০ কোটি ইউরোর বেশি (সাড়ে ৪ হাজার কোটি টাকার ওপরে) পারিশ্রমিক দেয়ার প্রস্তাব করেছে ক্লাবটি।

বর্তমানে আল-নাসরে প্রতি মৌসুমে ২০ কোটি ইউরোর বেশি (২ হাজার কোটি টাকার বেশি) পারিশ্রমিকে খেলছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে মেসি আল-হিলালের প্রস্তাবে সাড়া দিলে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় হবেন তিনি। মুদ্রার হিসেবে রোনালদোর দ্বিগুণ।

তবে ফ্যাব্রিজিওর টুইটে আরও বলা হয়েছে, মেসি ইউরোপেই থাকতে চান। বিশেষ করে ২০২৪ সালের কোপা আমেরিকার আগ পর্যন্ত। এ হিসেবে সৌদিতে রোনালদোর প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা কম দেখা যাচ্ছে। কিন্তু গত মাসে মেসির বাবা যখন সৌদি আরবে যান, তখন আল-হিলালে মেসির যোগ দেয়ার গুঞ্জন উঠেছিল। সে সময়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছিল, মেসির বাবার সৌদিতে গেছেন মূলত দেশটির পর্যটন বোর্ডের আমন্ত্রণে।

এর আগে সংবাদ মাধ্যম দাবি করেছে যে, বার্সেলোনা মেসিকে ক্যাম্প ন্যুতে ফেরাতে নতুন স্পন্সর খুঁজছে। ওদিকে ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, পিএসজি তাকে চুক্তির প্রস্তাব দিচ্ছে। কিন্তু মেসির চাওয়া বেতন মেটাতে উয়েফার আর্থিক নীতি ভাঙার শঙ্কায় আছে প্যারিসের ক্লাবটি।

Leave A Reply

Your email address will not be published.