নিখিল জৈন-সৌরসেনী মৈত্র। নুসরত জাহানের সঙ্গে বিচ্ছেদের পরেই যার সঙ্গে নিখিলের নাম সবথেকে বেশি উচ্চারিত। নুসরত সরে যাওয়ার পরে বস্ত্র ব্যবসায়ীর বিপণির মুখ সৌরসেনী। সংস্থার বিয়ের নতুন সম্ভার মানেই নিখিল-সৌরসেনী জুটি।
সেখানেই দু’জনের রসায়ন চোখ টানছে সবার। নায়িকা সুন্দরী দুধসাদা লেহেঙ্গায়। বিপরীতেও সাদা রঙের ছটা। সব মিলিয়ে আরও একবার বারাণসীর ঘাট উচ্ছ্বল।
জুটির প্রথম ভিডিয়ো প্রকাশ্যে আসে। তখন থেকেই চর্চা শুরু। সেই ভিডিয়োয় রকমারি লেহেঙ্গায় উজ্জ্বল টলিউড নায়িকা। তাঁর রঙে রং মিলিয়ে বস্ত্র ব্যবসায়ী সেজেছিলেন কখনও বন্ধগলা কোটে। তো কখনও শেরওয়ানি, পাঠান কোটে।
রামধনুর সাত রং উপুড় হয়েছিল তাঁদের পোশাকে। কখনও রক্ত লাল, কখনও রানি রং, কখনও পান্না সবুজ, নরম বেগুনি, উজ্জ্বল গোলাপি ছিল তাঁদের প্যালেটে। নেপথ্য রোমান্সের মাদকতা মেশানো গান, ‘আজ জরা কোয়ি নজর উতারোঁ, আজ সাহিব নে হামকো নিহারা।’ সানাইয়ের ধুনে বারাণসীর গঙ্গাও মাতাল! সেই প্রথম তাঁদের রসায়ন ক্যামেরাবন্দি।
নিখিলের সঙ্গে টলিউডের যেন অলিখিত যোগ। বরাবরই তাঁর বস্ত্র বিপণির মুখ টলি নায়িকারা। নুসরত সেই যোগ যেন আরও শক্তিশালী করেছিলেন। তাঁর চলে যাওয়ার পরেও তাঁর ‘প্রাক্তন’ সেই যোগ মুছতে দেননি। তাই কখনও নিখিলের নামের সঙ্গে জড়িয়েছে রাইমা সেনের নাম তো কখনও ত্রিধা চৌধুরী। রাইমা নাকি ব্যবসায়ীর ‘ভাল বন্ধু’। ত্রিধা তাঁর স্কুলের ‘প্রাক্তনী’। রইল বাকি সৌরসেনী। আরও একবার কি নুসরতের মতোই টলি নায়িকার মোহে ভাসবেন নিখিল? সবটাই সময় বলবে…।