The news is by your side.

মার্কিন সেনাবাহিনীর ২টি হেলিকপ্টার বিধ্বস্ত

0 126

মার্কিন সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

বুধবার রাতে কেন্টাকি রাজ্যে প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র ননডিস থারম্যান এক বিবৃতিতে জানিয়েছেন, হেলিকপ্টারটিতে থাকা ক্রুদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হেলিকপ্টারটিতে কতজন ছিলেন তা এখনও পরিষ্কার নয়।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানান, এই দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা রয়েছে। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, পুলিশ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ ঘটনাস্থলে কাজ করছে।

দুটি এইচএইচ-৬০ মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টার ১০১তম এয়ারবোর্ন ডিভিশনের অংশ ছিল। অ্যান্ডি বেসিয়ার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। কমান্ডটি বর্তমানে পরিষেবা সদস্য ও তাদের পরিবারের দেখভাল করছে।

 

Leave A Reply

Your email address will not be published.