পর্দায় তিনি রোম্যান্স কিং। বলিউডবাসীর কাছে বাদশাহ। এছাড়া ব্যবসায়ী হিসেবেও তার সুনাম রয়েছে। অর্থ-প্রাচুর্যে বিশ্বের শীর্ষ অভিনেতাদের একজন। হ্যাঁ, তিনি শাহরুখ খান। তার অঢেল সম্পদের বড় একটা অংশ জুড়ে আছে দামি দামি সব গাড়ি।
সেই গাড়ির বহরে যুক্ত হয়েছে নতুন নাম। বিলাসবহুল রোলস রয়েস এসেছে মান্নাতের গ্যারেজে। বিশ্বের সবচেয়ে অভিজাত ব্র্যান্ড রোলস রয়েসের নতুন একটি গাড়ি কিনেছেন শাহরুখ। ‘রোলস রয়েস কুলিয়ান ব্ল্যাক ব্যাজ’ নামের সাদা রঙের এ গাড়ির দাম ১০ কোটি রুপি। ‘পাঠান’ সিনেমার বিস্ময়কর সাফল্যের আনন্দেই গাড়িটি কিনেছেন শাহরুখ খান।
এই সিনেমা মুক্তির আগে নিন্দুকদের নানা কটাক্ষের শিকার হতে হয়েছে শাহরুখকে। বয়কটের ডাক উঠেছিলো ‘পাঠান’র বিরুদ্ধে। নিন্দুকরা বলাবলি করছিলো, এবারও যদি ছবি ফ্লপ হয় তাহলে মান্নাত বিক্রি করে দিতে হবে কিং খানকে। বিলাসবহুল গাড়ি কিনে যেন সেই নিন্দুকদেরই কড়া জবাব দিলেন অভিনেতা।
সোমবার শাহরুখের নতুন গাড়িটি ‘মান্নাত’-এ প্রবেশের মুহূর্তের বিভিন্ন ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এ সময় দেখা যায়, গাড়ির নাম্বার প্লেটে চিরচেনা ‘৫৫৫’ রয়েছে। শাহরুখের প্রায় সবগুলো গাড়িতেই এই নম্বরের উপস্থিতি। এটাকে নিজের লাকি নাম্বার মনে করেন কিং খান।
উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ মুক্তি পায় গত ২৫ জানুয়ারি। এখনও এটি ভারত ও বিভিন্ন দেশের হলে প্রদর্শিত হচ্ছে। বিশ্বব্যাপী ১ হাজার ৫৫ কোটি রুপি আয় করেছে ছবিটি।