The news is by your side.

একই মঞ্চে একসঙ্গে উত্তাপ ছড়ালেন সানি লিওনি ও উরফি জাভেদ

0 136

 

সানি লিওনি ও উরফি জাভেদকে একই মঞ্চে একসঙ্গে দেখা গেল। উষ্ণ আবেদন ছড়ানোয় তারা এমনিতেই সবার সেরা। এবার কাকে ছেড়ে কাকে দেখবেন, এমন পরিস্থিতিতে পড়দে হলো পাপারাৎজিদের।

একসঙ্গে দুই তারকার উপস্থিতিতে মাথা ঘুরে গেল আলোকচিত্রীদেরও! শেষে দুজনেই এসে দাঁড়ালেন এক ফ্রেমে। উরফিকে দেখে হাসলেন সানি। কিন্তু বিপত্তি বাঁধে তারপরই। উচ্ছ্বাসে সানিকে জড়িয়ে ধরতে গেলেন উরফি, কিন্তু পারলেন না। কারণ, এদিন অদ্ভুত আরেক পোশাক পরে হাজির হয়েছিলেন উরফি। উরফির বুকের আগে আড়াল করে রেখেছে শক্ত খাঁচা! লজ্জিত উরফি নিজেই হেসে ফেলে নিরস্ত হলেন। তার পোশাক থেকে বেশ কিছু বেগুনি রঙের অভ্র সানির গায়েও লেগে গেল। সাবধানে হাতের বেড় দিয়ে সানিকে ধরে পাশে সরে দাঁড়ালেন উরফি।

উরফির পরনের সেই অদ্ভুত খাঁচা সকলেই অবাক হয়ে দেখছিলেন। ছবি তুলে তুলে ক্লান্ত আলোকচিত্রীরা তবু তুলেই চললেন। কারণ এতটা আবরণহীন ভাবে এর আগে দেখা দেননি উরফি। পাঁজরের আড়ালে তাঁর স্তনদ্বয় পুরোপুরি উন্মুক্ত। শুধু বৃন্তে লাগানো বেগুনি অভ্রের স্টিকার।

একই রঙের সেই পাঁজরের পোশাক উরফি নিজেই বানিয়েছেন বলে জানান। সঙ্গে পরেছেন বেজ রঙের ঢোলা প্যান্ট। সব মিলিয়ে তিনিই কেড়ে নিয়েছিলেন মনোযোগ। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য তারকারাও অবাক চোখে তাকে দেখছিলেন। তবে সানি উরফিকে প্রশংসার দৃষ্টিতেই দেখলেন। কাঁধখোলা রুপালি গাউনের সঙ্গে ম্যাচ করা রুপার হাইহিল পরেছিলেন সানি। কাছে এসে কোমর জড়িয়ে পোজ দিলেন উরফির সঙ্গে। সেই ভিডিও ভাইরাল অনলাইনে।

দুই আবেদনময়ী তারকাকে একফ্রেমে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। কেউ লিখলেন, ‘দুই প্রিয় তারকা।’ আবার কেউ লিখলেন, ‘দু’টি বেবিডল! উরফিকে দেখে একজন তো লিখে ফেললেন, ‘এ যে জীবন বিজ্ঞানের পাঠ্যবই!’ তবে নিন্দুকদেরও চোখ এড়ায়নি এই ভিডিও। এক নিন্দুক লিখেছেন, ‘রতনে রতন চেনে। এদেরই তো গলায় গলায় ভাব হবে!’

উরফি আর সানির সম্পর্ক এমনিতেও গভীর। পরস্পরকে সব কাজেই সমর্থন করেন তারা। সম্প্রতি ‘স্পিটসভিলা’র মতো রিয়্যালিটি শো’তে উরফি আর সানি দুজনেই অতিথি ছিলেন। সেখানেও প্রকাশ্যে উরফির পোশাকের প্রশংসা করতে দেখা গিয়েছিল সানিকে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.