The news is by your side.

বিরাটের স্মৃতিশক্তি খুব ভাল:  আনুশকা শর্মা

0 117

ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তাদের একে অপরের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই। ভালোবেসেই বিয়ে করেছেন এই জুটি। তবে বিরাটের কোন জিনিসটি সবচেয়ে বেশি পছন্দ করেন আনুশকা? সম্প্রতি তা জানালেন অভিনেত্রী নিজেই।

আনুশকা শর্মা বিরাটের সম্পর্কে বলেন, “আমরা ডেটিং করার আগে বিরাটের যে জিনিসটা আমাকে মুগ্ধ করেছিল সেটা হলো বিরাটের খুব ভাল স্মৃতিশক্তি রয়েছে। আর এটি সত্যি আমাকে সাহায্য করে।”

বিরাট বলেন, ‘আমার স্মৃতিশক্তি কিছুটা ভাল। আনুশকা গুরুত্বপূর্ণ দিনগুলো আমাকে মনে করিয়ে দেয়। যার ফলে আমি সেগুলো মনে রাখতে পারি। তবে আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো মনে রাখি, কিন্তু ছোট ছোট জিনিস ভুলে যাই।’

বর্তমানে এই দম্পতি সুখী দাম্পত্যজীবন পার করছে। পারিবারিকভাবেই দুজনে বেশি সময় কাটান। দুজনেই রাতের পার্টি থেকে দূরে থাকেন। এ প্রসঙ্গে আনুশকা বলেন, “এটা বাস্তবতা যে আপনার সন্তান হলে আপনি এতটা সামাজিক হতে পারবেন না। আসলে আমরা খুশি যে আমরা দুজনেই খুব একটা সামাজিক নই। আমরা সাধারণ জিনিস পছন্দ করি, বাড়িতে সময় কাটাই। আমরা একে অপরের সাথে বেশি সময়ও কাটাতে পারি না। তাই যখন আমরা সেই সময়টা পাই, আমরা সেটাকে পরিবারের সাথে কাটাতে চাই।”

২০১৭ সালের ১১ ডিসেম্বর সাত পাঁকে বাঁধা পড়েন এই তারকা দম্পতি। বর্তমানে তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। কন্যার নাম ভামিকা। ক্রিকেটের মাঠে এখনো বীরদর্পে খেলে যাচ্ছেন ভারতের ক্রিকেটের যুবরাজ খ্যাত বিরাট। অপরদিকে আনুশকাও বলিউডে নিজের রাজত্ব ধরে রেখেছেন।

 

 

Leave A Reply

Your email address will not be published.