বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশের পোস্টার বয়। নন্দিত ক্রিকেট তারকা। কোন বিশেষণের তার জন্য যথেষ্ট নয়। বরং তিনি নিজের তুলনা নিজেই।বলছি সাকিব আল হাসানের কথা।
বাংলাদেশের ক্রিকেটকে যিনি অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়, একই সঙ্গে নিজেও অবস্থান করছেন জনপ্রিয়তার শীর্ষে।
আজ ২৪ মার্চ। নন্দিত ক্রিকেট তারকা সাকিব আল হাসানের জন্মদিন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের জন্মদিন। দেশের ক্রিকেটে যার অসামান্য অবদান, তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। শুক্রবার রাজধানীর ‘সাকিব সেভেন্টি ফাইভ’ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে দেখা করেছেন সাকিব। জন্মদিনে টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের প্রতি নিরন্তর ভালোবাসা।
বাংলাদেশ ক্রিকেট দল একদিন বিশ্বকাপ জিতবে। একটু একটু করে এই বিশ্বাসটা গাঢ় হচ্ছে। এই স্বপ্নের পথপ্রদর্শকদের মাঝে সবচেয়ে আস্থাভাজন নাম কোনটি? বেছে নিতে খুব একটা বেগ পেতে হয়না। নামটা সাকিব আল হাসান। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। গেলো কয়েক বছর ধরে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলা এই ক্রিকেটারকে শুধু পরিসংখ্যানের মাপকাঠিতে মাপা যথার্থ নয়।
ক্রিকেটার সাকিব কিংবা মানুষ সাকিব। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে অনেক। ২২ গজের মতোই স্পষ্টভাষী সাকিবকে নিয়ে নতুন করে কি বলার আছে! হয়তো নেই। কিন্তু, প্রিয় কিছু নিয়ে কথা যে শেষ হবার নয়। মানসপটে সাকিবের অবয়বটা চির রঙিন। জন্মদিনে ভক্তদের চাওয়া, আরো রঙিন হয়ে উঠুক এই তারকা ক্রিকেটারের ক্যারিয়ার।
গেলো কয়েক বছরের মতোই বিশ্বসেরা অলরাউন্ডারের জন্মদিন উদযাপন করেছে তার ভক্তরা। সাকিব’স সেভেন্টি ফাইভ রেস্টুরেন্টে সারা দেশ থেকে আসা ভক্তদের নিয়ে কেক কাটেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। বিভিন্ন জেলা থেকে আসা ভক্তরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিশেষ দিনে বাংলাদেশের ক্রিকেট আকাশের সবচেয়ে বড় নক্ষত্রটির প্রতি শুভকামনা। এগিয়ে যান, এগিয়ে নিন। বাংলাদেশের মানুষের বিশ্বজয়ের স্বপ্ন সত্য হোক সাকিবের হাতেই। শুভ জন্মদিন ফ্যান্টাসটিক সেভেন্টি ফাইভ।