সন্দীপ্তা সেন । তাঁর সাবলীল অভিনয় দেখে মুগ্ধ সকলে। অভিনয়ের পাশাপাশি তাঁর রূপের জেল্লা সকলের কাছেই পরিচিত। একটা সময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক দূর্গার প্রধান চরিত্র অর্থাৎ দূর্গা হিসাবেই কাজ করতেন তিনি। সাথে ছিলেন আমাদের সকলের পরিচিত মহানায়ক উত্তম কুমারের নাতি অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায়।
দুজনের অভিনয় নজর কেড়েছিল সকলের।তখন সবে নবাগত ছিলেন সন্দীপ্তা কিন্তু তাঁর অভিনয় দেখে তা বোঝার উপায় ছিল না। রাতারাতি তাঁর অভিনয় হয়ে উঠেছিল সকলের কাছে প্রিয়।
আর দূর্গা রূপে তাঁর অভিনয় সকলের কাছে ছিল সাক্ষাৎ দেবীর দর্শন। বর্তমানে ছোট পর্দার পাশাপাশি বড়ো পর্দাতেও পা রেখেছেন তিনি, একই সাথে বাংলা সিরিজে তাঁর অভিনয় সকলের কাছে প্রিয়।
সম্প্রতি মুক্তি পেয়েছে একেন বাবুর নতুন সিরিজ রুদ্ধশ্বাস রাজস্থানের ট্রেলার আর সেখানে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। যা দেখে আনন্দের সীমা নেই ভক্তদের মধ্যে। তবে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতায় সমান ভাবেই অ্যাক্টিভ অভিনেত্রী।
তাই মাঝে মধ্যেই নিজের নানান মুহূর্ত ভাগ করে নেন নেটিজেনদের সাথে। আর যা দেখতে ব্যস্ত হয়ে পড়েন সন্দীপ্তা প্রেমীরা। ঠিক তেমনই এক ভিডিও প্রকাশ্যে এসেছে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
দেখা যাচ্ছে অভিনেত্রী জিন্স এবং হাফ স্লিভ টি শার্ট পড়ে তেরে প্যায়ার মে গানে অসাধারণ ভঙ্গিতে নাচ করছেন। যা ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। তাঁর নাচকে সমর্থন জানানোর পাশাপাশি কমেন্টের বন্যা বয়ে গিয়েছে তাঁর ওপর দিয়ে।