The news is by your side.

উরফির পোশাক নিম্ন রুচির পরিচায়ক: রণবীর কপূর

0 131

উরফি জাভেদ । বিচিত্র সব পোশাক পরে মাঝেমধ্যেই চলে আসেন শিরোনামে। কখনও সেফটি পিন দিয়ে তৈরি পোশাক, কখনও আবার ব্লেড কিংবা ফোটো কখনও আবার কোনও রকমে লজ্জা নিবারণ করেছেন কিছু একটা দিয়ে।

পোশাকের কারণে যেমন তিনি প্রচারের আলোয় রয়েছেন, তেমনই এই পোশাকের জন্য কম ঝক্কি পোহাননি তিনি। তবু উরফি দমে যাওয়ার পাত্রী নন।

এ বার উরফির পোশাক নিয়ে মন্তব্য করলেন রণবীর কপূর। কেমন লাগে বিচিত্র সব পোশাকে উরফিকে— উত্তরে রণবীর যা বললেন, তা শুনে বিস্মিত হতে পারেন অনেকেই।

করিনা কপূরের শো মির্চি প্লাস-এ অতিথি হয়ে আসেন রণবীর কপূর। উদ্দেশ্য নিজের ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর’-এর প্রচার। সেখানেই করিনা প্রশ্ন করেন রণবীরকে, উরফিকে তিনি চেনেন কি? সম্মতি জানান অভিনেতা।

ব্যস এর পরই উরফির পোশাক নিয়ে জানতে চান করিনা, সব দিক রেখে ঢেকেই উত্তর দিতে যাচ্ছিলেন রণবীর। থামিয়ে দেন করিনা। বললেন এক কথায় উত্তর দিতে হবে। উরফি পোশাক কি ভাল রুচির পরিচায়ক, না কি তা নিম্ন রুচির পরিচয় বহন করে?

খুব বেশি সময় না নিয়েই অভিনেতার, উত্তর নিম্ন রুচির পরিচায়ক। অভিনেতার এই মন্তব্যে এখনও কোনও পাল্টা প্রতিক্রিয়া মেলেনি উরফির তরফে।

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.