The news is by your side.

বাংলাদেশ-ভারত: ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন

পাইপলাইনটি দেশের উত্তরাঞ্চলের সাতটি জেলায় উচ্চগতির ডিজেল সরবরাহ করবে

0 123

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি ‘ফ্রেন্ডশিপ পাইপলাইন’-এর উদ্বোধন করেছেন।

শনিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রকল্প উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

পাইপলাইন উদ্বোধনের ফলে আজ থেকেই ভারত থেকে বাংলাদেশে জ্বালানি তেল আসা শুরু হবে।

ফ্রেন্ডশিপ পাইপলাইন দুই দেশের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি তেলের পাইপলাইনটি নির্মাণের আনুমানিক খরচ ৩৭৭ কোটি রুপি। বাংলাদেশ অংশে ব্যয় হয়েছে প্রায় ২৮৫ কোটি রুপি। ভারত সরকার থেকে এ আর্থিক সহায়তা বহন করা হয়েছে। পাইপলাইনটি ভারতের অভ্যন্তরে ৫ কিলোমিটার ও বাংলাদেশ অংশে ১২৫ কিলোমিটার বিস্তৃত।

পাইপলাইনটি বাংলাদেশের উত্তরাঞ্চলের সাতটি জেলায় প্রাথমিকভাবে উচ্চগতির ডিজেল সরবরাহ করবে। ১০ ইঞ্চি ব্যাসের এই পাইপ দিয়ে প্রাথমিক অবস্থায় বছরে ১ মিলিয়ন টন তেল পাওয়া যাবে। যেখানে পরবর্তীকালে ১০ লাখ মেট্রিক টন ডিজেল পরিবহন করা সম্ভব হবে।

Leave A Reply

Your email address will not be published.