The news is by your side.

সুপারস্টার সবসময় সুপারস্টার: বুবলী

0 147

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্টার কিড শেহজাদ খান বীর। বাবা শাকিব খান ও মা বুবলীর তারকাখ্যাতির সুবাদে ছোট্ট বীরও তারকা বনে গেছে। তাকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। সোশ্যাল মিডিয়ায় বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়।

সন্তানদের প্রতি বেশ যত্নশীল চিত্রনায়ক শাকিব খান। সময় পেলেই দুই ছেলের সঙ্গে সময় কাটান তিনি। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় সেসব মুহূর্ত ভেসে বেড়ায়।

বৃহস্পতিবার  দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ছেলের সঙ্গে তোলা শাকিবের একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন বুবলী। সেখানে দেখা যাচ্ছে, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে ছেলেকে কোলে নিয়ে বসে আছেন শাকিব। ছোট্ট বীরের দৃষ্টি সামনে থাকা ল্যাপটপের স্ত্রিনে।

ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘রাজা সবসময় রাজা। সুপারস্টার সবসময় সুপারস্টার।’

তিনি আরও লেখেন, ‘বাবা ও ছেলের পোশাক যখন মিলে যায়।’ সঙ্গে যুক্ত করেছেন লাভের ইমোজি। বুবলীর সেই পোস্টটিতে ইতিমধ্যে প্রায় দেড় লাখ প্রতিক্রিয়া জমা পড়েছে। এছাড়াও ১১ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে।

 

 

Leave A Reply

Your email address will not be published.