ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি কোনো অন্যায় করলে আমার গালে চড় মারলেও কিছু মনে করব না।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আলীপুর বার অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে মঙ্গলবার বিকেলে বক্তব্য রাখার সময় এমন মন্তব্য করেন তৃণমূল নেত্রী।
মমতা বলেন, আমি জীবনে জেনেশুনে কোনো অন্যায় করিনি। আমরা রাজ্যে ক্ষমতায় আসার পর একটা সিপিএম ক্যাডারেরও চাকরি খাইনি। তাহলে তোমরা কেন খাচ্ছ? দেওয়ার ক্ষমতা নেই, কেড়ে নেওয়ার ক্ষমতা আছে।
তিনি বলেন, এখন রোজ কথায় কথায় তিন হাজার চাকরি বাদ! চার হাজার চাকরি বাদ! কেউ যদি নিচুতলায় অন্যায়ও করে থাকে, আমাদের এখানে গণতান্ত্রিক দল, সবাই তো আমার তৃণমূলের ক্যাডার নয় বা সবাই আমার সরকারি ক্যাডার নয়।
মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকারি ক্যাডার হলেও তারা কোনো না কোনো দলের সমর্থক। তারা নিচে বসে যদি কেউ অন্যায় করে, আমার লোকও অন্যায় করে আমি ন্যায়ের পথে থাকব। আমি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা আমার চিরকালের স্বভাব।