২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো। ৮টির পরিবর্তে সেই আসরে থাকবে মোট ১২টি গ্রুপ। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। কাতার বিশ্বকাপে ৩২ দল খেললেও ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল।
বিশ্বকাপে প্রথাগত ৬৪ ম্যাচ হলেও ২০২৬ সংস্করণে ১০৪টি ম্যাচ হবে। ৪৮টি দলকে ভাগ করা হবে ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপে দল থাকবে ৪টি করে। গ্রুপের সেরা দুটি দল রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেবে। ১২টি গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে শেষ করা দলগুলোর মধ্যে সেরা আটটি দল যোগ দেবে রাউন্ড অব ৩২-এ।
ফিফা আরো জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই যেন কমপক্ষে তিনটি ম্যাচ খেলার সুযোগ পায়, সেটি বিবেচনা করেই এমন ফরম্যাট। একই সঙ্গে এ ফরম্যাটে বিশ্বকাপের সময় দলগুলো ঠাসা সূচি থেকে রেহাই পাবে। খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত হবে।
ফিফার সূচি অনুযায়ী, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরু হবে ২৫ মে। ফাইনাল ম্যাচটি হবে ১৯ জুলাই।