টাকা নিয়ে নাকি অনুষ্ঠানে যাননি সানি লিওন। সেই অপরাধে তাঁর বিরুদ্ধে তিন বছর আগে মামলা দায়ের হয়েছিল কেরল হাইকোর্টে।
তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিলেন কোচির পেরুম্বাভুরের এক আয়োজক।
তাঁর দাবি, অভিনেত্রী অর্থ নিয়ে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। তাই তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৪০৬ (ফৌজদারি আইন লঙ্ঘন), ৪২০ (প্রতারণা) এবং ৩৪ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল।
সানির দাবি, আয়োজকরা একাধিক বার তারিখ এবং সময় বদলেছিলেন। তাই তিনি আর সময় দিতে পারেননি।
বুধবার কেরল হাইকোর্ট প্রতারণার মামলায় সানিকে অব্যাহতি দিতে চলেছে। এক বিচারপতির কথায়, তাঁকে অকারণ হেনস্থা করা হয়েছে। আগামী ৩১ মার্চ মামলার শুনানির দিন।