The news is by your side.

ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব

0 748

 

বিয়ে-শাদি ঠিক করে দেওয়া ব্যবসার সঙ্গে সম্পৃক্ত গাজী আশরাফ হোসেন ওরফে ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ সোমবার তার ব্যাংক হিসাব তলব করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। এনবিআর সূত্র বলছে, আগামী ৭ কার্যদিবসের মধ্যে পাখি ভাইয়ের সব ধরনের আমানত, বিনিয়োগ ও ভল্টে থাকা সম্পদ সম্পর্কে তথ্য দিতে এনবিআর ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।

সম্প্রতি শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর অভিযুক্তদের ব্যাংক হিসাব তলবের পাশাপাশি কয়েকজনের হিসাব জব্দও করা হয়েছে। এর মাঝেই বিয়ে-শাদির সঙ্গে জড়িত ঘটক পাখি ভাইয়ের হিসাবও তলব করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.