The news is by your side.

‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ অস্কারে সেরা ছবি, সেরা অভিনেত্রী মিশেল ইয়ো

0 125

এবারের অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিশেল ইয়ো। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ জন্য এই সম্মান পেলেন তিনি। তাঁর সঙ্গে এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন আনা দে আরমাস, কেট ব্ল্যানচেট, আন্দ্রেয়া রাইজবরো, মিশেল উইলিয়ামস। শেষ পর্যন্ত পুরস্কার উঠল মিশেল ইয়োর হাতে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়) লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর।

একাডেমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে তৃতীয়বারের মতো হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের এই আয়োজন উপস্থাপনা করেন তিনি।

একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ নামের সিনেমা পেয়েছে সেরা ছবির অ্যাওয়ার্ড। আর সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ব্রেন্ডন ফ্রেজার।

 

Leave A Reply

Your email address will not be published.