The news is by your side.

জাহ্নবীর জন্মদিন:  ঝড়ের আগের শান্ত পরিবেশ!

0 120

 

বলিউড অভিনেত্রী জাহ্নবীর ২৬ তম জন্মদিন আজ। বিভিন্ন আনুষ্ঠানিকতায় পালন করা হচ্ছে তার জন্মদিন। অভিনেত্রীর জন্মদিনে জানা গেল আরও এক খুশির খবর। বলিউড পেরিয়ে এবার দক্ষিণে পাড়ি জমাবেন জাহ্নবী। এই প্রথম ‘প্যান ইন্ডিয়ান’বা সর্বভারতীয় প্রকল্পের ছবিতে দেখা যাবে তাকে।

নতুন এই সিনেমার নাম ‘এনটিআর ৩০’। কোরাতালা শিবার পরিচালনায় এই ছবিতে এনটিআর জুনিয়রের বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী। ইতোমধ্যে ছবিটির লুকও প্রকাশ্যে এসেছে। জন্মদিনে এই সাফল্যের খবর তিনি শেয়ার করেছেন ভক্তদের সাথে।

পোস্টারে দেখা যায়, নদীর তীরে গ্রাম্য যুবতীর বেশে বসে আছেন জাহ্নবী। তার এলো চুল ছড়িয়ে রয়েছে বুকের কাছে। গোলাপি ব্লাউজ়ের সঙ্গে খাটো করে পরা হলুদ শাড়ি। তার সবুজ আঁচল আলুথালু এক পোষ্যের ভারে। তাকে কোলে নিয়েই বসে আছেন নায়িকা। হাসিমুখে ঘুরে তাকিয়ে আছেন পিছনে। দূরে আবছায়া। গাছের ফাঁকে জমাট বাঁধা কুয়াশা। উপরে লেখা, ‘ঝড়ের আগের শান্ত পরিবেশ’।

শুধু ‘এনটিআর ৩০’নয়। জাহ্নবীর হাতে আছে আরও একগুচ্ছ বলিউড ছবি।  সে সব সামলে আবার নতুন চুক্তিতে সিনেমার কাজ হাতে নিয়ে নিয়েছেন জাহ্নবী।

Leave A Reply

Your email address will not be published.