The news is by your side.

নৃত্য পরিচালক মাসুম বাবুল মারা আর নেই

0 119

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই। সোমবার (৬ মার্চ) বিকেলে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার মাসুম বাবুল সাহেব আর আমাদের মাঝে বেঁচে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করেছে।’

মাসুম বাবুলের নৃত্য পরিচালনায় শাবানা থেকে শাবনূরসহ কয়েক প্রজন্মের নায়ক-নায়িকা কাজ করেছেন। ক্যানসার আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার জন্য সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মাসুম বাবুল। ২০০৮ সালে ‘কি জাদু করিলা’ সিনেমার জন্য দ্বিতীয়বারের মতো এ পুরস্কার পান। ভারত উপমহাদেশে বিখ্যাত চিত্রপরিচালক শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’র বায়োপিকেরও নৃত্য পরিচালনা করেছেন তিনি।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.