The news is by your side.

সবুজ বিকিনিতে সমুদ্রের জলে জলপরী হয়ে ধরা দিলেন ঋতাভরী  চক্রবর্তী

0 131

‘বেশরম রং’ গান। গেরুয়া রঙের বিকিনি পরে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন।  সিনেমাটি ভারতে হুমকির মুখে পড়ে। তবে সব বাধা কাটিয়ে শাহরুখের ‘পাঠান’ বক্স অফিসে করেছে বাজিমাত। কিন্তু এবার সেই ‘বেশরম রং’ গানে বিকিনি পরে হাজির হয়ে তুমুল সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

বিকিনি পরে সেই গানেই ধরা দিলেন ঋতাভরী চক্রবর্তী। না, তবে গেরুয়া বিকিনিতে নয়। সবুজ বিকিনিতে সমুদ্রের জলে জলপরী হয়ে ধরা দিলেন অভিনেত্রী। একটি ক্যালেন্ডার শুটের মুহূর্তে ফ্রেমবন্দি হলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখলেন, ‘ওয়াটার বেবি।’

সমুদ্রের মাঝে এই রূপে ঋতাভরীকে দেখে মন্তব্যের ঢেউ বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ লিখেছেন, ‘আপনার চাউনিতেই তো মরে যাব। সমুদ্রের জলে তো আগুন লাগিয়ে দিয়েছেন।’ কেউ আবার লিখেছেন, ‘অসাধারণ!’ কেউ বা লিখছেন, ‘মনেও আগুন ধরে গেল।’

তবে নেটিজেনদের তোপের মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। অভিনেত্রীর এমন রূপ দেখে অনেকেই তাকে ‘গরিবের দীপিকা’ বলে আখ্যা দিয়েছেন। কেউ আবার বলেছেন, ‘ডাবল চিনওয়ালি দীপিকা।

’ কেউ বা বলছেন, ‘মোটা দীপিকা।’ কারো কারো মতে, অশ্লীলতাই নাকি এখন অভিনেত্রীর পছন্দের কাজ। এমন নানা মন্তব্য দেখা গেছে অভিনেত্রীর কমেন্ট বক্সে। তবে এসব কিছু পাত্তাই দিচ্ছেন না অভিনেত্রী। নিজের জীবনযাপন সম্পর্কে বাইরের কারো মন্তব্য কখনো গায়ে মাখেন না তিনি, সেটা ঋতাভরীর ভক্তরাও জানেন। অভিনেত্রীর মতে, আপাতত নিজের অভিনয় জীবনের দিকেই ফোকাস করছেন তিনি।

 

 

 

80%
Awesome
  • Design

Leave A Reply

Your email address will not be published.