The news is by your side.

ইউক্রেন যুদ্ধ: বেলচা নিয়ে লড়ছেন রুশ সেনারা

0 119

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী এতটাই বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে যে, শেষ পর্যন্ত ‘বেলচা’ নিয়ে নেমে পড়েছে। অস্ত্র ও গোলাবারুদের মজুত ফুরিয়ে আসায় হাতাহাতির লড়াইয়ে নামতে হচ্ছে রুশ যোদ্ধাদের। এমন পরিস্থিতিতে এক ধরনের বিশেষ বেলচা ব্যবহার করছে তারা। রবিবার (৫ মার্চ) গোয়েন্দা সূত্রের বরাতে এমন দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ফেব্রুয়ারির শেষ নাগাদ ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালাতে বিশেষ ধরনের বেলচা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। বেলচাগুলো এমপিএল-৫০ নামে পরিচিত। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, এই বেলাচার প্রথম নকশা করা হয়েছিল ১৮৬৯ সালে। পরে কিছুটা পরিবর্তন আনা হয়।

একে নিম্নপ্রযুক্তি ও নৃশংসতার লড়াই হিসেবে তুলে ধরেছে ব্রিটেন। ইউক্রেনের মাটিতে যুদ্ধ করছে এমন একজন রুশ সেনার বক্তব্য তুলে ধরে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এমন অস্ত্রের ব্যবহার সম্পর্কে তিনি শারীরিক অথবা মানসিকভাবে একদমই প্রস্তুত ছিলেন না।

মস্কো এই যুদ্ধে বিজয় অর্জনে রুশ বাহিনীর ওপর ব্যাপকভাবে চাপ দেওয়ার বিষয়ে ওঠে এসেছে। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে রাশিয়ার গোলাবারুদের সংকটের বিষয়টিও স্পষ্ট হচ্ছে বলে ধারণা ব্রিটেনের। অবশ্য ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন দাবি নিয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম বিবিসি। এ ধরনের লড়াই ইউক্রেনে কোথায় হয়েছে বা হচ্ছে তাও উল্লেখ করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে মাসখানে ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনেস্কের বাখমুত শহরে রুশ ও ইউক্রেনীয় যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। অবরুদ্ধ বাখমুতে রুশ বাহিনী বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে বলে ধারণা করছে, ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ)। যদিও বাখমুতের ফ্রন্ট লাইনে নিজেরা শক্ত অবস্থানে রয়েছে বলে দাবি কিয়েভের সামরিক বাহিনীর।

Leave A Reply

Your email address will not be published.