শাকিব খান। সময় পেলেই দুই ছেলের সঙ্গে সময় কাটান তিনি। বর্তমানে ওমানে আছেন । সেখান থেকেই বড় ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি। সে মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শাকিব, যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
শাকিবের সেই ভিডিওটি নিজের সোশ্যাল হেন্ডেলে শেয়ার করে বুবলী লিখেছেন, ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক।’
শাকিবকে মেনশন করে তিনি লিখেছেন, ‘ভালোবাসা ও শ্রদ্ধা শাকিব খান।’
শাকিব ও বুবলীর ঘনিষ্ঠজনদের ভাষ্যমতে, বর্তমানে তারা দুজন দুই মেরুর বাসিন্দা। তবে বড় ছেলে আব্রাহাম খান জয়ের মতো ছোট ছেলে শেহজাদ খান বীরের প্রতিও সমান আন্তরিক নায়ক। দুই সন্তান (জয় ও বীর) প্রায়ই তার সঙ্গে সময় কাটায়। তিনিও সন্তানদের সঙ্গ বেশ উপভোগ করেন।