The news is by your side.

বিয়ের জন্য  ভালো পাত্র পাচ্ছেন না সুবাহ

0 124

বিয়ের জন্য ভালো পাত্রের সন্ধান চেয়েছেন অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। বিয়ে ছাড়া এ মুহূর্তে কোনো প্রেমের সম্পর্কে যাবেন না বলেও জানিয়েছেন তিনি।

সুবাহ অনুরাগীদের বলেছেন, পাত্র দেখেন। ভালো পাত্রই তো পাচ্ছি না। এভাবে বিয়ে করে আমি কি আবার ফেঁসে যাব? ভালো পাত্র দেখেন।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসে লাইভে ভক্তদের প্রশ্নে এ কথা জানিয়েছেন অভিনয়ের বাইরে ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় থাকা এ চিত্রনায়িকা।

অবশ্য এখনো অনেকেই ফেসবুকে তাকে মেসেজ পাঠিয়ে বিয়ের প্রস্তাব দেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘অনেকেই মেসেজ দেয় ফেসবুকে। যাদের অ্যাকাউন্ট আছে, মেয়েদের; তাকেই মানুষ, কিছু ছেলে আছে মেয়ে মানুষের ফেক অ্যাকাউন্টেও মেসেজ দেয়।

এগুলো আসলে ডেট করার পাঁয়তারা। কিন্তু দেখা যায় বার্থডের সময় আসলে গিফ্ট দেওয়ার সময় এলে সব সাইলেন্ট হয়ে গেছে।’

সুবাহ মডেলিং ও অভিনয় দিয়ে যতটা নজর কেড়েছেন, তার চেয়ে বেশি আলোচনায় এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাসিরের সঙ্গে কথিত প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে। ফেসবুক লাইভে এ সম্পর্ক নিয়ে নানা তথ্য জানিয়েছিলেন তিনি।

এর পর ২০২১ সালে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বাঁধেন ঘর। তবে এই সম্পর্কও টেকেনি তার।

 

 

Leave A Reply

Your email address will not be published.