ইন্টারনেট সেনসেশন অঙ্কিতা দেব এতদিন কেবল মডেল হিসেবে পরিচিত ছিলেন তবে বর্তমানে তিনি অভিনেত্রীও বটে। ওয়েবসিরিজে কাজ করছেন অঙ্কিতা। সেই সুবাদে পরিচিত নেটমহলে। মাঝেমধ্যেই তিনি আপলোড করে থাকেন নিত্যনতুন ছবি।
পেশার খাতিরে সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকতে হয় অঙ্কিতাকে তা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেখলে সহজেই বোঝা যায়।
সম্প্রতি ফের উষ্ণ অবতারে ভাইরাল হলেন অঙ্কিতা। উলঙ্গ ফেনা জরিত শরীরে দু-হাতে ধরে আছে বক্ষযুগল, অঙ্কিতার রসালো ফিগারে মাথা নষ্ট ভক্তকুলের