The news is by your side.

দুই দিনের সফরে ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

0 137

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  ঢাকায় অবতরণ করেন তিনি। 

ঢাকা সফরকালে ক্যাফিয়েরো দেশটির মিশন (কনস্যুলেট) ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। ৪৫ বছরের বিরতি শেষে সোমবার বিকেলে রাজধানীর বনানীতে এই মিশন উদ্বোধন হওয়ার কথা।

এছাড়া  কৃষি খাতে সহযোগিতাসহ তিনটি বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি সইয়েরও সম্ভাবনা রয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে জানিয়েছেন, বাংলাদেশে অবস্থানকালে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন।

Leave A Reply

Your email address will not be published.