প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সতীর্থ পর্তুগিজ মিডফিল্ডার ভিভিনহোর সঙ্গে ফুটবলের মহাতারকা মেসির বাদানুবাদের ফলে অনুশীলনের সময় মাঠে শোরগোলের সৃষ্টি হয়েছিল। ফ্রান্সের ফুটবল লিগে অলিম্পিক ডি মার্সেইয়ের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের নেমে বারবার ট্যাকল করার কারণে ভিভিনহোর সঙ্গে মেসির এমন ঝামেলা হয়।
স্রেফ অনুশীলন ম্যাচ হলেও সবাই বেশ চড়া মেজাজেই খেলছিলেন। নিজেদের দলের মধ্যেই দু’ভাগ করে খেলছিলেন মেসিরা। খেলায় বিপক্ষের ভিভিনহো তাকে কয়েকবার ট্যাকল করেছেন। দুয়েকবার তো তাকে মাটিতে ফেলেই দিয়েছিলেন ভিভিনহো। সতর্ক করার পরেও গুরুত্ব না দেওয়ায় মেসি বিরক্ত হন। এ সময় সতীর্থের কাছে এমন করার কারণ জানতে চাইলে দু’জনের মধ্যে বাদানুবাদের সৃষ্টি হয়।
এ অবস্থায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অন্য সতীর্থরা দু’জনকেই সরিয়ে নেন এবং তাদেরকে বুঝিয়ে শান্ত করেন।
মেসি ও ভিভিনহোর এই তর্কে জড়ানোর বিষয়টি ক্লাব কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই জানিয়েছেন।
ক্লাব কর্তৃপক্ষের দাবি, অনুশীলনে কেউ কাউকে এক ইঞ্চি ছাড় দিতেও নারাজ খেলোয়াড়রা। তবে মেসির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা এভাবে বারবার ট্যাকল করায় ফুটবলপ্রেমিরা বিরক্ত হয়েছেন।
২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে মার্সেই।