ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে শান্তি আলোচনা করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যে প্রস্তাব দিয়েছেন তা শুনতে তাঁর সঙ্গে সাক্ষাত করতে চান বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার আক্রমণের বর্ষপূর্তির দিনে দেওয়া ভাষণে এ পরিকল্পনার কথা জানান জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, ‘আমি সত্যি সত্যিই বিশ্বাস করতে চাই, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে না। এ প্রস্তাব ইঙ্গিত দিচ্ছে, চীন শান্তি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় যুক্ত হয়েছে।’
জেলেনস্কির সাক্ষাতে আগ্রহের বিষয়ে প্রকাশ্যে কিছু জানায়নি চীন। কিন্তু রাশিয়া চীনের শান্তি আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ‘আমরা বেইজিংয়ের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত।’
কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘রাশিয়াকে অস্ত্র সরবরাহের কথা ভাবছে চীন।’ চীন অবশ্য শক্তভাবে এ দাবি নাকচ করে দিয়েছে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমে আবারও প্রতিবেদন প্রকাশ হয়, চীন রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গোলা সরবরাহের কথা ভাবছে।
চীনের অস্ত্র সরবরাহের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবিসি নিউজকে শুক্রবার বলেন, ‘(রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিন যেটাকে অভ্যর্থনা জানাচ্ছেন, সেটা কিভাবে ভাল কিছু হতে পারে?’
বাইডেন বলেন, ‘আমি এ পরিকল্পনার মধ্যে রাশিয়ার কাজে লাগে এমনটি ব্যতীত কিছু দেখছি না।’
শুক্রবার সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘জয় সুনিশ্চিতভাবেই আমাদের হবে, যদি মিত্ররা তাদের প্রতিজ্ঞা এবং সময়সীমার প্রতি শ্রদ্ধা রাখেন।’
এক বছরে সবচেয়ে খারাপ সময় কখন গেছে সাংবাদিকরা জানতে চাইলে প্রেসিডেন্ট জেলেনস্কি রাজধানী কিয়েভের উপকণ্ঠের বুচা শহরে রুশ বাহিনীর হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন। যুদ্ধের শুরুর দিকে বুচায় আক্রমণ চালায় রাশিয়ার সামরিক বাহিনী। সেখানে বিপুল সংখ্যক সাধারণ ইউক্রেনীয়কে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ শুরু করে রাশিয়া, এরকিছু দিন পরই বুচায় আক্রমণ চালায় তারা। বুচা দখলে নিয়ে নেয়। পরে এপ্রিলে গিয়ে ইউক্রেনের বাহিনী পুনর্দখলে নেয় শহরটি।
ইউক্রেনে রুশ আক্রমণ বন্ধে জাতিসংঘের আনীত প্রস্তাবে লাতিন আমেরিকা ও আফ্রিকার অনেক দেশ ভোট দেয়নি। এ সম্পর্কে জানতে চাইলে জেলেনস্কি বলেন, অনেকদিন আমরা কাজ করতে পারিনি, আমরা মনযোগ দিতে পারিনি, আমার মনে হয়, এটি বড়সড় একটি ভুল।’
- Design