ওয়ানডেতে বাংলাদেশ দল হিসেবে দাঁড়িয়ে গেছে অনেকদিন। কোনো পরাশক্তিই এখন টাইগারদের সামনে এসে গলা উঁচু করে বলতে পারে না- হেসেখেলেই হারিয়ে দেব।
পারফরম্যান্সের বিচারে তিন ফরম্যাটের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ধারাবাহিক ওয়ানডেতে। চলতি বছরই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। কেমন করতে পারে টাইগাররা?
ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি মনে করছেন, বাংলাদেশ সেমিফাইনালও খেলতে পারে। বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকায় আসেন সৌরভ গাঙ্গুলী। আজ তিনি গণভবনে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।
এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সৌরভ। বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘আমি অনেক প্রত্যাশা করি। আমি কোয়ার্টার বা সেমি পর্যন্ত প্রত্যাশা করি। একটু যদি ভাগ্য সহায় হয়, ভালো ফর্ম থাকে। বিশেষত স্পিনার ও পেস বোলারদের।’
এসময় বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে আলাপের বিষয়েও কথা বলেন সৌরভ। তিনি জানান, আসন্ন সিরিজে ইংল্যান্ডকেও হারিয়ে দেওয়া সম্ভব। প্রিন্স অব কলকাতা জানিয়েছেন, বাংলাদেশ ভালো করলে সবসময়ই ভালো লাগে তার।
তিনি বলেছেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। ৬-৭ বছর আগেও একবার ভারত এসেছিল, সেখানেও ওয়ানডে সিরিজ জিতেছে। ইংল্যান্ড এসেছে পাপন ভাই বলেছিল আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বললাম ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন। ’
‘আপনাদের এখানে ঠিকমতো খেললে ইংল্যান্ডকে হারিয়ে দেবেন। কালকেই বলেছিলাম ১৭ কোটি মানুষ, সেখান থেকে এত প্রতিভা বের হয় ক্রিকেটে দেখার মতো। বোলিং, ব্যাটিং, সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, এখন শান্ত ভালো খেলছে। আমি খবর রাখি, দেখি বাংলাদেশের খেলা। বাংলাদেশের উন্নতি দেখে সবসময় ভালো লাগে। ’
আসন্ন আইপিএল নিয়ে তিনি বলেন, ‘সাকিব তো আগে বহুবার খেলেছে, আইপিএলের জয়ী দলে ছিল। মুস্তাফিজও হায়দারাবাদে ছিল। সেটাই বলি তোমাদের এখানে এত প্রতিভা। ’